কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার বাবাকে নিয়ে মায়ের প্রতিক্রিয়ার পর মুখ খুললেন ছেলে নুহাশ হুমায়ূন। সম্প্রতি গুলতেকিন খান তাঁর এক স্মৃতিচারণমূলক ফেসবুক পোস্টে সাবেক স্বামী প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্যজীবনের একটি দুঃখজনক অধ্যায় শেয়ার করেছেন। সেই পোস্ট সঙ্গে সঙ্গেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একপক্ষ গুলতেকিনের পক্ষ নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন, অন্যপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তোলেন। দু’পক্ষের এমন তীব্র প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি তরুণ নির্মাতা নুহাশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তাঁর কাজের জন্য ভালোবাসতে পারেন। একইসঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।’ যোগ করে...