কর ফাঁকি রোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের প্রতিটি কর অঞ্চলকে নিজস্ব ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি) গঠন এবং কার্যক্রম বাস্তবায়নে এ নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়, প্রতিটি আইআইসি টিম নির্দিষ্ট কার্যপদ্ধতির আলোকে কর ফাঁকির তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তদন্ত কাজ পরিচালনা করবে। এতে টিমের সুপারিশ প্রণয়নের ভিত্তি ও কর পুনরুদ্ধারের লক্ষ্যে অনুমোদনের প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে অসঙ্গতি (যেমন ঘষা-মাজা, কাটা-ছেঁড়া), অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয়, করযোগ্য আয়ের তুলনায় অতিরিক্ত নিট সম্পদের তথ্য পাওয়া গেলে সেসব ক্ষেত্রেই সংশ্লিষ্ট টিম তদন্ত...