দানিশ কানেরিয়া আরও লেখেন, ‘পাকিস্তান আমার জন্মভূমি। আর ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত এক মন্দিরের মতো পবিত্র। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ নিতে চান, তাদের জন্য সিএএ আইন রয়েছে। ’অনূর্ধ্ব-২০ /বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল৪৪ বছর বয়সী কানেরিয়া উইকেটকিপার নিল দালপাতের পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডেতে এই লেগ...