প্রয়াত কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর প্রথম স্ত্রী গুলতেকিন খান-এর একটি ফেসবুক পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সাংসারিক জীবনের একটি বেদনাদায়ক ঘটনার উল্লেখ করে লেখা তাঁর সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটি ঘিরে একদিকে যেমন নেটিজেনদের একটি অংশ গুলতেকিন খানের যন্ত্রণার সমব্যথী হয়েছেন, তেমনি আরেক পক্ষ প্রয়াত লেখককে নিয়ে এমন লেখা প্রকাশের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দুই পক্ষের এমন তীব্র প্রতিক্রিয়ায় শেষমেশ মুখ খুললেন তাঁদের ছেলে, তরুণ চলচ্চিত্র নির্মাতা নূহাশ হুমায়ুন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে একটি দার্শনিক পোস্ট দিয়ে তিনি যেন বাবা ও মায়ের দ্বন্দ্বে বিচলিত তাঁর অনুভূতির কথাই তুলে ধরলেন। তরুণ এই নির্মাতা পোস্টে সরাসরি বাবা কিংবা মায়ের কারো পক্ষ না নিয়ে বরং একটি সূক্ষ্ম সত্য তুলে ধরেছেন। তিনি লিখেছেন:“কোনো শিল্পী বা সৃষ্টিশীল...