ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে এখন জোর প্রস্তুতি চলছে। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে এবার শুধু এককভাবে নয়, যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচনে যেতে চায় বিএনপি। এজন্য দলটি নির্দিষ্ট সংখ্যক আসন ছাড় দেবে—এমনটাই জানিয়েছেন একাধিক নেতারা। দলের শীর্ষ নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো বিএনপির কাছে মোট শতাধিক আসন চেয়েছে। ইতিমধ্যে কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর তালিকাও দিয়েছে। আরও কয়েকটি দল শিগগিরই তালিকা জমা দেবে বলে জানা গেছে। প্রতিবেদন সূত্র থেকে জানা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে ১৫টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা-৬সহ ১৫টি আসন চাইবেন। প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে অর্ধশতাধিক আসন...