অন্যরকম এক হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। অ্যাসিস্টের হ্যাটট্রিক। তার তিন অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। কিন্তু এই জয়ে লাভ হলো না কোনো। কারণ, একই দিনে অন্য ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। এ জয়ে সাপোর্টার্স শিল্ড জয় নিশ্চিত করে ফেলেছে তারা। একটি ম্যাচ হাতে থাকলেও আর কোনো লাভ হচ্ছে মিয়ামির। কারণ, তারা রয়েছে তৃতীয় স্থানে। আগের দুই ম্যাচে পয়েন্ট হারিয়েই সর্বনাশ যা ঘটানোর ঘটিয়ে ফেলেছে মিয়ামি। একটি হার ও একটি ড্র, তাতেই অনেকটা পেছনে পড়ে যায় তারা। তবে, নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে দুর্দান্ত ছিলেন লিওনেল মেসি। তিনটি অসাধারণ অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে ৪-১ ব্যবধানে জয়ের পথে নেতৃত্ব দিলেন তিনি। এই জয়ে মেসির মৌসুমের গোলে-অবদান দাঁড়াল ৪১-এ। যার মধ্যে গোল ও অ্যাসিস্ট...