গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম জানান, তারা বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ নটিক্যাল মাইল বা ৬৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছেন। স্বাভাবিক গতিতে চললে এক দিনের মধ্যে গাজায় পৌঁছানো সম্ভব হলেও ছোট সহকারী নৌযানগুলো পেছনে ফেলে না যাওয়ার সিদ্ধান্তের কারণে পুরো বহরকে একসাথে রাখতে গিয়ে যাত্রার গতি কমে গেছে। এ কারণে সময় বেশি লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন। আবহাওয়ার অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আবহাওয়া সারাক্ষণ বদলে যাচ্ছে। ইতোমধ্যে তারা একদফা বেশ খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়েছেন। এখন আবহাওয়া মেঘলা কিন্তু উত্তপ্ত। নজরদারির জন্য তাদের কাছে একটি ড্রোন ওয়াচ থাকলেও তা দিয়ে সবকিছু ধরা পড়ে না। চোখে যা দেখা যায়, সেটাই দেখা হচ্ছে। গত ২ অক্টোবরের দিকে একটি নৌবাহিনীর জাহাজ তাদের খুব...