
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন বন্ধ থাকার পর আজ থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে বাণিজ্য চালু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রবিবার (০৫ অক্টোবর) সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হওয়া বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী সিএনএফ অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় দুর্গাপূজা উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর টানা আট দিন বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বন্ধ শেষে...