০৫ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কূটনীতিক মিসরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফকে শনিবার মিসরে পাঠানো হচ্ছে। তারা সেখানে বন্দি বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় চূড়ান্ত করবেন এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন। এবারের পাঠানো দূতরা মিসরে যাচ্ছেন যাতে গাজার যুদ্ধবিরতি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। এটি ঘটে এক মাস পর, যখন কাতারে হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি বিমান হামলার কারণে পূর্ববর্তী আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছিল। এই আলোচনায় মূলত ইসরায়েলের জিম্মি মুক্তি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে বিনিময় চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, “আমরা...