হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় SURAJ কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), রংপুরের হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের সহকারী মো. নাদিম (৩২)- সহ ৩ জনকে আটক করা হয়েছে। সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম...