কিউবা, অস্ট্রেলিয়া, ইতালি- কেউই পাত্তা পেল না আর্জেন্টিনার সামনে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জয়রথ ছুটিয়ে চলেছে জুনিয়র আলবাসিলেস্তারা। রবিবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে হয়ে সুপার সিক্সটিন নিশ্চিত করে ম্যারাডোনা-মেসিদের উত্তরসূরীরা। রবিবার (৫ অক্টোবর) সকালে চিলির ভালপারিসো স্টেডিয়ামে ডায়লান গরোসিতোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এতে করে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এর আগে সর্বোচ্চ ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে সাদা-আকাশীরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিউবাকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিলো ৪-১ গোলে। তিন ম্যাচে মোট ৮টি গোল দিয়ে নিজেরা হজম করেছে মাত্র ২টি গোল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইতালির জালে বেশি গোল দিতে না পারলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আলেজো সেকরো ও ইয়ান সুবেইব্রিরা। ৬১ শতাংশ বল...