দারুণ লড়াইয়ের পর ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করে কনমেবল ইভল্যুশন লিগের ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ পুরুষ জাতীয় দল। শনিবার (৪ অক্টোবর) আসুনসিওনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ব্রাজিলের ছেলেরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার (৬ অক্টোবর)।ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। প্রথমার্ধে জোসে গাম্বোয়ার গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ব্রাজিলের রক্ষণভাগের ভুলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে গিলহার্মে ডাল্লা ডেয়ার শিষ্যরা।ম্যাচে ফিরতে ব্রাজিল পুরো দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে। ভেনেজুয়েলার গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সব সেভ করে দলের লিড ধরে রাখেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। ম্যাচের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ব্রাজিল। অ্যালানের কর্নার কিক থেকে ভেনেজুয়েলার ডিফেন্সে তৈরি...