০৫ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম “শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দৃষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি র্যালি সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম,...