জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে গতকাল সেঞ্চুরি করেন ‘টেস্ট বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত ওপেনার সাদমান ইসলাম। একদিন পর, আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্টে তারই উদ্বোধনী জুটির পার্টনার মাহমুদুল হাসান জয়। দুশোর বেশি সংগ্রহ করা চট্টগ্রাম ম্যাচ জিতেছে ৯৯ রানের ব্যবধানে। আর এই বাজে হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন জয় ও মুমিনুল হক। ৩ ছক্কায় ১৯ বলে ৩২ রানের ইনিংসের পর থামেন মুুমিনুল। আরেক প্রান্ত ধরে রেখে ৫৯ বলে তিন অঙক্ ছোঁন জয়। ইনিংসে হাঁকান ৯ ছক্কা ও ৫ চার। আউট হন ৬৩ বলে ১১০ রান করে। দুই ছক্কায় ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর। তাতে ৬ উইকেটে ২১৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম। সিলেটের তোফায়েল আহমেদ নেন ৩...