প্রশ্ন:চুল রাখার সুন্নত পদ্ধতি কী? চুল রাখার সুন্নত পদ্ধতি জানালে উপকৃত হবো। উত্তর:পুরুষদের জন্য বাবরি চুল রাখা সুন্নাত। কেননা, রাসুলুল্লাহ (সা.) এর সাধারণ অভ্যাস ছিল বাবরি চুল রাখা। তা তিন পদ্ধতিতে হতে পারে। এক. উভয় কাঁধ বরাবর। দুই. ঘাড়ের মাঝামাঝি। তিন. উভয় কানের লতি পর্যন্ত। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৪১৮৩-৪১৮৭) রাসুলুল্লাহ (সা.) এহরাম থেকে হালাল হওয়ার জন্য মাথা মুণ্ডাতেন। এছাড়া তিনি কখনো মাথা মুণ্ডাননি। এ সময় তিনি মাথা মুণ্ডানোকে চুল ছোট করে রাখার উপর প্রাধান্য দিয়েছেন। এজন্য ইমাম তাহতাবী (রহ.) বলেন, মাথা ন্যাড়া করাও সুন্নত। আর কিছু অংশ মুণ্ডানো ও কিছু রেখে দেয়া নিষেধ। মুণ্ডাতে ইচ্ছে না করলে চুল ছোট রাখা যেতে পারে। মাথার সামনের দিকে চুল বড় রেখে পেছন বা মাথার পাশের চুল ছোট করে রাখা যদিও নাজায়েজ নয়...