নগরপ্রতিদ্বন্দ্বী কিংবা এল ক্ল্যাসিকোয় হার মেনে নিতে পারেন না রিয়াল মাদ্রিদের সমর্থকরা, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বড় হারের পর বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কোচ জাভি আলোনসো। ভিয়ারিয়ালের সাথে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে তাকে। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া এবং কাইলিয়ান এমবাপের গোলে ভিয়ারিয়ালের সাথে ৩-১এ জয় তুলেছে লস ব্লাঙ্কোস বাহিনী। জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে তারা। ম্যাচ শেষে স্বস্তির কথা জানান জাভি। বলেছেন, ‘আমাদের খেলাটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। প্রথমার্ধে আমাদের কিছুটা গতির অভাব ছিল। সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হই। জয়টা...