কলম্বোয় আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে, আর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচের উত্তাপও বেড়েছে কয়েকগুণ। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে পুরুষ দলের ম্যাচগুলোতেই ছিল নানা বিতর্ক। টুর্নামেন্টে ভারত টানা তিনবার হারায় পাকিস্তানকে, ফাইনালে জয় আসে পাঁচ উইকেটে। সেই টুর্নামেন্টে হাত না মেলানো থেকে শুরু করে ট্রফি বিতরণ নিয়েও হয় বিতর্ক। ভারতীয় দল তখন ট্রফি নিতে অস্বীকার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে। এই পরিস্থিতিতেই নারী বিশ্বকাপের ম্যাচকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ আবিষ্কার সালভির কাছে পাকিস্তানি এক সাংবাদিক প্রশ্ন করেন। সাংবাদিক বলেন, ‘আমার প্রশ্নটা আসলে ভারতীয় অধিনায়কের জন্য ছিল, কিন্তু আপনি...