তার অকাল মৃত্যুতে খাগড়াছড়ি শহরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, শুক্রবার রাত পর্যন্ত বিএনপির নেতা রাপ্রু মগ খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় বিএনপির গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। রাতে বাসায় ফিরে ব্রেণ স্টোক হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। রাপ্রু মগের মৃত্যুতে শোক বার্তায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক...