এনডিটিভি লিখেছে, শনিবার রাতে দার্জিলিংয়ে ভারি বৃষ্টিপাত হয়, ফলে মিরিক, সুখিয়া পোখরিসহ বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার ছবিতে ভেঙে পড়া সেতু, ধুয়ে যাওয়া রাস্তা ও প্রমত্ত নদী দেখা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোর সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী সড়ক এবং দার্জিলিং ও শিলিগুড়ির সংযোগকারী সড়ক। দুর্গা পূজার পরে কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য স্থান থেকে বহু পর্যটক দার্জিলিং ভ্রমণে যান। ফলে এ দুর্যোগে অনেক পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিরূপ পরিস্থিতি এড়াতে টাইগার হিল, রক গার্ডেনসহ দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। স্থগিত রাখা হয়েছে টয় ট্রেন পরিষেবাও। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে এবং সড়কপথ ও আবহাওয়া...