০৫ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক মন্তব্যের পর। পাকিস্তান এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে, যেখানে বলা হয়েছে, ভারত এবার তাদের নিজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে। দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েনপূর্ণ, এবং সাম্প্রতিক উক্তিগুলো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন, পরেরবার ভারত সংযম দেখাবে না, যদি পাকিস্তান “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়। এর পাশাপাশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে এমন কঠোর জবাব দেবে ভারত। সির ক্রিক হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের...