
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের অবৈধ নিয়োগের ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনায় নিয়োগ পাওয়া ৮ হাজার ৩৪০ জনের বেশি কর্মীর কারণে ব্যাংকটি প্রতি বছর প্রায় ১,৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি—এমন তথ্য জানিয়েছে ইউএনবি। তথ্য অনুযায়ী, কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষার মাধ্যমে নয়—বরং টাকার বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশা চালক, রাজমিস্ত্রির সহকারী এমনকি রংমিস্ত্রীদেরও ব্যাংকে চাকরি দেওয়া হয়। এসব কর্মীদের মধ্যে অনেকেই জাল সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগ পান। যাচাই প্রক্রিয়ায় ইতিমধ্যে অনেকের জালিয়াতির প্রমাণ মেলায় তাদের বরখাস্ত করা হয়েছে, তবে যাচাই কার্যক্রম এখনো চলছে। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ যখন তাদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি বিশেষ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়, তখন প্রায়...