অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও ফেবারিট লিওনেল মেসিদের দেশ। চিলিতে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে গেলো নকআউট পর্বে। কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের। এবারের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপটা সেলেসাওদের জন্য খুবই হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। ‘সি’ গ্রুপে মরক্কো, মেক্সিকো এবং স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নকআউটে যাওয়ার আগেই। সর্বশেষ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া অন্য আসরগুলোতে সেলেসাদের সর্বনিম্ন ফল ছিল কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় রাউন্ড থেকেও তাদেরকে কখনো বিদায় নিতে হয়নি। অথচ এবারই প্রথম র্যামন মেনেজেসের অধীন দলটিকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। শুধু তাই নয়, একটি ম্যাচও না জিতে। এমন লজ্জা লাতিনের ফুটবল...