দুর্গাপূজায় ফেইসবুকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা ইয়াশ রোহান। সোশাল মিডিয়ায় কিছু মানুষ রোহানের সমালোচনা করেছেন। এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মী ও দর্শকরা। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার নিজের ফেইসবুক পেইজে দুর্গা প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করেন ইয়াশ ক্যাপশনে লিখেছিলেন, “শুভ বিজয়া দশমী।” এর পর থেকেই তাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করতে থাকেন কেউ কেউ। মন্তব্যের বেশিরভাগ অংশই ছিল কটূক্তি, ধর্মীয় আক্রমণ। ‘সাইবার বুলিং’ নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন কী না জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইয়াশকে সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়েছেন তার সহকর্মীরা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেইসবুকে লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল...