এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কাটতে না কাটতেই ফের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (৫ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নামবে ভারত। ম্যাচটিকে অন্য যেকোনো খেলার মতোই দেখছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সবসময় এই ম্যাচের অংশ হতে চেয়েছি। তবে আমরা এটাকে অন্য ম্যাচের মতোই দেখি, ক্রিকেটেই আমাদের নজর। ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলাদা আবহ তৈরি করে। তিনি বলেন, স্টেডিয়াম ভরা থাকে, সকাল থেকেই সবাই জেতার অনুরোধ করে। এই পরিবেশ নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে, আমরা সেটাই উপভোগ করি। ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, দলের পক্ষ থেকে ক্রিকেটারদের আবেগ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্রিকেটেই নজর...