সৌন্দর্য এবং অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করা অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই তা মুহূর্তেই হয়ে ওঠে ভাইরাল। সম্প্রতি একাধিক দৃষ্টিনন্দন ছবি পোস্ট করে তিনি যেন রহস্য ও সৌন্দর্যের এক নতুন সমীকরণ তৈরি করলেন। শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেন জয়া আহসান। ছবিগুলোতে তার এথনিক (ঐতিহ্যবাহী) সাজ এবং শান্ত, মোহময়ী অভিব্যক্তি ছিল নজরকাড়া। তবে ছবিগুলোর চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার দেওয়া ক্যাপশনটি। জনপ্রিয় লোকগান বা আধ্যাত্মিক ধারার গানের একটি লাইন ব্যবহার করে ক্যাপশনে জয়া লিখেছেন—"তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী"। 'সরোবর' অর্থাৎ জলাশয়ে 'বেহুলা সুন্দরী'র আগমন—এই কথাটিই যেন অভিনেত্রীর ছবির সঙ্গে মিলে এক এনিগম্যাটিক (রহস্যময়) আবহ তৈরি করেছে। নেটিজেনদের মতে, জয়া আহসানের এই সাজে একাধারে যেমন...