মানুষ গড়ার কারিগর তারা। যাদের শিক্ষায় শিক্ষিত হয় জাতি, সেই সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকরা আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন। শিক্ষকরা যেমন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, তেমনি শিক্ষা দিয়েছেন মূল্যবোধ, সততা ও নিষ্ঠার। ভালো মানুষ হওয়ার মন্ত্র তাদের কাছ থেকেই শেখা আমাদের। যা আমরা আজ কাজে লাগাতে পারছি নিজের পরিবার গঠন, দেশ ও সমাজে চলতে গিয়ে। যা আমাদের একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আজ প্রিয় শিক্ষককে দিতে পারেন কোনো উপহার। নিশ্চয়ই শিক্ষকের কাজে লাগবে এমন একটি উপহারই আপনি খুঁজছেন। তাহলে গ্যাজেট বেছে নিতে পারেন। আজকাল গ্যাজেট আমাদের নিত্যসঙ্গী। তাই গ্যাজেট হতে পারে প্রিয় শিক্ষককের জন্য সেরা উপহার।আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি গ্যাজেট, যা আপনার প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন- স্লিপ...