সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদকে নিয়ে সংসার পেতেছেন শোয়েব মালিক। এরপর থেকে তিনি অনেকটা আলোচনার বাইরেই ছিলেন। তবে সবশেষ এক অনুষ্ঠানে নতুন বিতর্কের জন্ম দিলেন শোয়েব মালিক। সাবেক পাক অধিনায়ক ভরা মজলিসে স্ত্রী সানা জাভেদের গোপন কথা ফাঁস করে দিয়েছেন। আর তাতেই নতুন করে তৈরি হয়েছে তার আর সানার বিচ্ছেদের গুঞ্জন। এই ঘটনা ঘটে এক জনসমাগমে, যেখানে দম্পতি একসঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এক ভক্ত সানাকে প্রশ্ন করেছিলেন, তাঁর জীবনের কোনো নির্দোষ গল্প আছে কি না। প্রশ্ন শুনে উত্তর দেওয়ার আগেই শোয়েব মজার ছলে বলেন, ‘সানার জীবনের একমাত্র নির্দোষ গল্প আমি।’ ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে তারা যেন সাম্প্রতিক গুজবেরও জবাব দিয়েছেন। কয়েক দিন আগেই একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে...