নিজস্ব প্রতিবেদক : গুলতেকিন খানের ফেসবুক পোস্ট নিয়ে হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এবার তার আরেক স্ত্রী মেহের আফরোজ শাওনও ফেসবুকে পোস্ট করলেন প্রয়াত কথাসাহিত্যিককে নিয়ে। রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে শাওন তুলে ধরেন হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ থেকে একটি হৃদয়স্পর্শী অংশ। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসার সময় লেখা বইটির অংশে উঠে এসেছে মানসিক অসুস্থ ও বিকৃত মানসিকতার মানুষের নির্মমতা, বিদ্রুপ আর ঘৃণার কথা। শাওন জানান, কীভাবে হুমায়ূন আহমেদের অসুস্থতার সময় ফেসবুকে কেউ লিখেছিল—“তোমার স্বামীকে ক্যানসার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন।” এমনকি তাঁদের মেয়ে লীলাবতীর মৃত্যুর সময়ও নানান বিদ্রুপাত্মক বার্তা এসেছিল। হুমায়ূন সেই সময় শাওনকে সান্ত্বনা দিয়ে বলেন, পৃথিবীতে মানসিক অসুস্থ মানুষ আছে, কিন্তু আমাদের উচিত সুস্থ ও ইতিবাচক মানুষদের কথা ভাবা। তিনি শাওনকে বলেন,...