আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরো আহতদের উদ্ধার করেছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার বিকেলে মাদ্রাসাটির ছাত্র-শিক্ষকগণ নামাজের জন্য জড়ো হলে বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন পরিচালক যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে বলেন, ‘রোববার সকাল পর্যন্ত উদ্ধারকৃতদের সংখ্যা ছিল ১৪১ জন। তাদের ১০৪ জন নিরাপদ অবস্থায় আছেন, ৩৭ জন মারা গেছেন।’ তিনি আরও বলেন, ২৬...