বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য তারকা মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলের এক সাধারণ পরিবারে তার জন্ম। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা, এক অদম্য লড়াকু মনোভাবের প্রতীক। নিজের অধ্যবসায় ও সাহসিকতায় হয়ে উঠেছেন কোটি মানুষের হৃদয়ের নায়ক। ছবি: মাশরাফির ফেসবুক থেকে ছোটবেলা থেকেই খেলাধুলায় অদম্য ছিল মাশরাফি। নড়াইলের মাঠে ফুটবল, ব্যাডমিন্টন, এমনকি ভলিবলেও ছিলেন সমান পারদর্শী। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাকে টেনে নেয় এই খেলায়। দ্রুত বোলার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয় তার যাত্রা-যেখানে বলের গতির সঙ্গে ছিল আগ্রাসী মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ‘নড়াইল এক্সপ্রেস’-এর। সেই সময়কার বাংলাদেশ দল ছিল গঠনপর্বে। মাশরাফির বোলিংয়ে যেমন ছিল গতি, তেমনি ছিল আগুনঝরা প্রতিশোধস্পৃহা। বারবার চোটে ভুগেও হাল ছাড়েননি তিনি।...