ফিফা অনূর্ধ্ব-২০ ছেলেদের ফুটবল বিশ্বকাপে গ্রুপপর্বে শেষ ম্যাচে ১-০ গোলে জয় পেলেই সেরা ১৬’র টিকিট নিশ্চিত করত ব্রাজিল। সমীকরণের মুখে উল্টো স্পেনের কাছে হেরে বসেছে সেলেসাওরা, আসর থেকে নিয়েছে বিদায়। অন্য ম্যাচে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা, তারা সেরা ১৬তে খেলা আগেই নিশ্চিত করেছে। চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে স্পেন-ব্রাজিলের বাঁচামরার লড়াইয়ে হেরে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটে ইকার ব্রাভর গোলে জয় পায় স্পেন। জয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে স্প্যানিয়ার্ড দলটি। গ্রুপ ‘এ’ থেকে মরক্কো, মেক্সিকো এবং তৃতীয় অবস্থানে থেকে স্পেন সেরা ১৬ নিশ্চিত করেছে। আর চিলির এস্তাদিও ইলিয়াস ফিগুয়েরো ব্র্যান্ডার স্টেডিয়ামে ইতালির বিপক্ষে...