ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত। বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকবার চাউর হয়েছে। দেশ-বিদেশে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে এ জুটিকে। তবে তারা দাবি করেন—“আমরা দুজন খুব ভালো বন্ধু।”আরো পড়ুন:সেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী রাশমিকাআলিয়া-দীপিকা-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা গত ৩ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়। ঘনিষ্ঠজনদের নিয়ে তারা বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই তারকা যুগল। ফলে তাদের ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন রয়েই গেছে। পাশাপাশি রাশমিকার প্রথম বাগদান ভাঙা নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। ২০১৭...