০৫ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম স্বরূপে ফিরলেন লিওনেল মেসি। জালের দেখা না পেলেও আর্জেন্টাইন মহানায়ক সতীর্থদের দিয়ে গোল করালেন তিনবার। দুই ম্যাচ ব্যর্থতার পর ইন্টার মায়ামিও পেয়েছে জয়ের দেখা। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে ঘরের মাঠে নিউ ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। ফ্লোরিডার চেস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তাদেও আইয়েন্দে ও জর্দি আলবা। দুটি গোলেই অবদান রাখেন মেসি। দ্বিতীয়ার্ধের গোল দুটিও করেন আলবা ও আইয়েন্দে। তিন অ্যাসিস্টের মাঝে একবার জালের দেখা পান মেসিও। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বাংলাদেশ সময় রোববার ভোরে এই ম্যাচের শুরুতে বিশেষ এক আয়োজন ছিল সের্হিও বুসকেতসকে নিয়ে। এই মৌসুম শেষে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন।...