এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান। টেলিভিশরের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন। কিন্তু পর্দার বাইরে এই অভিনেত্রী বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সেই গল্পই শেয়ার করলেন এক সাক্ষাৎকারে। সম্প্রতি ‘তারাবেলা’ অনুষ্ঠানে মিহি জানালেন নিজের জীবনের অজানা গল্পগুলো। যেখানে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গও। মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই সবসময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী। তবে সত্যি বলতে, আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন,...