চুলের জন্য জবা ফুল খুবই উপকারী। চুল পড়া বা অকালপক্কতা, খুশকি, শুষ্কতা, ডগাচেরা বা ভেঙে পড়ার মতো সমস্যার প্রাকৃতিক সমাধান রয়েছে জবা ফুলে। দীর্ঘদিন ধরে আয়ুর্বেদে জবা ফুলের পাপড়ি এবং পাতা ব্যবহার করা হয়। এতে চুল গোড়ার স্বাস্থ্য বৃদ্ধি পায়। এমনকী যাঁদের টাক পড়ে গিয়েছে, তাঁদেরও উপকার হতে পারে। জবা ফুলের উপকারিতা: ১. জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে। কেরাটিন এর গুরুত্বপূর্ণ উপাদান, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কেরাটিন চুল ভেঙে পড়ার সমস্যা কমায়। অনেকেই বহু অর্থ ব্যয় করে কেরাটিন প্রয়োগ করেন। কিন্তু সামান্য খরচে জবা ফুল লাগালেও প্রায় একই উপকার পাওয়া যায়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ২. এটি চুল পড়া কমাতেও সাহায্য করে। অ্যালোপেসিয়া (চরম চুল পড়া যা টাক হয়ে যায়)-র চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। আয়ুর্বেদ অনুসারে, হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল...