কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। কিছুদিন আগে বাংলাদেশ দলে কাজ করা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তার সঙ্গে রেনে ফার্ডিন্যান্ডসকে করেছে স্পিন বোলিং কোচ। তারা থিলিনা কান্দাম্বি ও পিয়াল ভিজেতুঙ্গের স্থলাভিষিক্ত হচ্ছেন। কান্দাম্বি লঙ্কানদের ব্যাটিং কোচ ছিলেন ২০২৩ সালের ডিসেম্বর থেকে। ভিজেতুঙ্গেও দায়িত্বে ছিলেন ২০০৬ সাল থেকে। যতটুকু জানা গেছে জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পরই কোচিং স্টাফ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। জুলিয়ান উডকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে এক সপ্তাহব্যাপী ‘পাওয়ার-হিটিং প্রোগ্রাম’ পরিচালনা করেন। যেখানে তার কাজ দেখে সন্তুষ্ট হয় শ্রীলঙ্কা ক্রিকেট। আগস্টে তিনি স্বল্পমেয়াদি চুক্তিতে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। তবে সেপ্টেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষে তা...