০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম মানবিক সংকট ও গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গাজায় চলমান হত্যাযজ্ঞ ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সমর্থন জানিয়েছেন এবং বার্সেলোনায় একটি বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ফুটবল বিশ্বের এই বিশিষ্ট ব্যক্তির পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে। গার্দিওলা ৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। তিনি ৪ অক্টোবর বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া এলাকায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি, যেখানে হাজার হাজার শিশু ইতিমধ্যেই মারা গেছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা ধ্বংসস্তূপে পরিণত, মানুষ খাবার, পানি ও ওষুধ ছাড়া জীবন যাপন করছে। কেবল সংগঠিত নাগরিক সমাজই...