গত তিনটি রোববার যে দৃশ্য দেখা গেছে এশিয়া কাপে, টানা চতুর্থ রোববার সেটিরই পুনরাবৃত্তি হতে পারে বিশ্বকাপে। ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর বিতর্কের রেশ এখনও রয়ে গেছে বেশ। সেই ঘটনার জের গড়িয়েছে বহুদূর। বিতর্ক চলছে এখনও। এর মধ্যেই আরেকটি ভারত-পাকিস্তান লড়াই শুরুর অপেক্ষা। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে কলম্বোতে রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি যে কলম্বোতে হচ্ছে, সেটিও দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই। বিশ্বকাপের মূল আয়োজক ভারত। তবে ভারতীয় দল যেমন বিভিন্ন আসরে পাকিস্তানে খেলতে যায় না, পাকিস্তান দলও জবাবে বেছে নিয়েছে সেই একই পথ। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি তাই হচ্ছে শ্রীলঙ্কায়। দলীয় শক্তি-সামর্থ্যের বিচারে ছেলেদের ক্রিকেটের চেয়েও বড় ব্যবধান দুই দলের নারী ক্রিকেটে। ভারতীয় দল দল...