ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার হারজাস সিংহ। শনিবার প্যাটন পার্কে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাব-এর বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৪১ বলে অবিশ্বাস্য ৩১৪ রান করে রেকর্ড গড়েছেন তিনি। এটাই গ্রেড লেভেলের লিমিটেড ওভারের ক্রিকেটে ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংসটি ছিল ৩৫টি ছক্কায় ভরপুর, যা অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে এক অনন্য কীর্তি হিসেবে জায়গা করে নিয়েছে। এই ইনিংসের সুবাদে হারজাস যোগ দিলেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায়—যেখানে এর আগে ট্রিপল সেঞ্চুরি করেছেন কেবল ফিল জ্যাকস (৩২১) ও ভিক্টর ট্রাম্পার (৩৩৫)। সিডনিতে জন্ম নেওয়া এই তরুণ ক্রিকেটারের শিকড় ভারতের চণ্ডীগড়ে। তার বাবা-মা ২০০০ সালে ভারত থেকে সিডনিতে পাড়ি জমান। হারজাস আলোচনায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকায় ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৬৪...