তামিম ইকবাল কাণ্ডে ক্রিকেটপাড়া সরগরম ছিল অনেকদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তিনি আসেন আলোচনার কেন্দ্রে। অভিযোগ, পাল্টা-অভিযোগের পর নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। কাছাকাছি সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। গানের মঞ্চ থেকে খেলার মাঠে আসা আসিফ কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। সেখানে উঠে আসে তামিমের প্রসঙ্গ। আসিফ জানান, এখানে বোঝার ও বোঝানোর ভুল হয়েছে। এনটিভি অনলাইনকে আসিফ বলেন, ‘তামিম ইকবাল আমাদের দেশের সেরা ওপেনার। তামিম এই ইলেকশনটা করছে না। যেটা হয়েছে, একটা নির্বাচন মাত্র। যেহেতু তারা আগে আগে সরে গেছে, নির্বাচনে আসেনি। যদি তারা নির্বাচনে এসে পরবর্তীতে গাফিলতি দেখত, যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন আমরা মানতাম। এখন তো এটা ওয়ান সাইডেড হয়ে গেল। তারা নাম প্রত্যাহার করার ফলে কোনো আলোচনা থাকলো...