ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম বেগবান করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে।সম্প্রতি এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে জারিকৃত নির্দেশনায় জানানো হয়েছে, মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে Intelligence & Investigation Cell (IIC) সক্রিয় ও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় প্রতিটি কর অঞ্চল নিজস্ব ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন টিম গঠন করবে।নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন, আয়কর নথিতে ঘষামাজা বা কাটা-ছেঁড়ার মতো অস্বাভাবিকতা, অস্বাভাবিক করমুক্ত আয় বা সম্পদের অপ্রত্যাশিত বৃদ্ধি এসব ক্ষেত্রে টিমগুলো তদন্ত কার্যক্রম শুরু করবে।ইনভেস্টিগেশনের মাধ্যমে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম Intelligence & Investigation কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল...