ঢাকা: ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগের জেরে জর্জিয়া উত্তাল হয়ে উঠেছে। রাজধানী তিবলিসিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং অনেককে আটক করে।গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করলেও বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ তুলেছে, যার কারণে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রয়েছে। শনিবার স্থানীয় নির্বাচনের দিন রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। বিক্ষোভের অন্যতম সংগঠক অপেরা গায়ক পাতা বুড়চুলাদজে শাসক দলের নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আসছিলেন।রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানান হয়। খবর বিবিসি।এদিন তিবলিসির রাস্তাগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা...