এক কথায়, দুদেশের মধ্যেই ক্ষমতার এক তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। এ অবস্থায় পাকিস্তানকে সম্প্রতি মানচিত্র থেকে মুছে ফেলারই হুমকি দিয়ে বসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে আবার সুর মিলিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও। এমন হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই চুপ করে আর বসে থাকেনি পাকিস্তানও। ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে আসা অস্তিত্বের হুমকির জবাব জোরালো এক বিবৃতির মাধ্যমে দিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতের উদ্দেশে জোরালোভাবে পাল্টা হুঁশিয়ারি ছুড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও। রোববার (৫ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ও জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাঁধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিবৃতিতে আরও...