ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় আবারও শীর্ষে কলকাতা। এ নিয়ে পরপর চারবার গৌরবময় এই খেতাব পেলো পশ্চিমবঙ্গের রাজধানী। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতি এক লাখ মানুষের মধ্যে অপরাধের অনুপাত হিসাব করে এই প্রতিবেদন তৈরি হয়েছে। ভারতজুড়ে মোট ১৯টি শহরকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী অপরাধের প্রবণতা সবচেয়ে বেশি ভারতের কেরালা রাজ্যের কোচিতে। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে অপরাধের হার ৩ হাজার ১১৯ দশমিক ৪। এরপরেই নাম রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আরও পড়ুন>>পশ্চিমবঙ্গে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যাপ্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, ভিডিও ভাইরালকলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক মারধর কলকাতার ক্ষেত্রে এর হার অনেকটাই কম, মাত্র ৮৩ দশমিক ৯। তাই ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছে তিলোত্তমা।...