মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে তার পরিকল্পনা নিয়ে আলোচনা চূড়ান্ত করতে হামাসকে তাগাদা দিয়ে বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি ‘সব সুযোগ হারাবে’। “আমি দেরি সহ্য করবো না, যেমনটা হবে বলে অনেকে মনে করছেন, কিংবা এমন কোনো ফলও মেনে নেবো না যেখানে গাজা ফের হুমকি হিসেবে আবির্ভূত হবে। চলো এই কাজ শেষ করি, দ্রুত। সবাইকে ন্যায্যভাবে দেখা হবে,” শনিবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা। পৃথক আরেক পোস্টে পরে মার্কিন এ প্রেসিডেন্ট জানান, ইসরায়েল একটি প্রাথমিক সেনা ‘প্রত্যাহার রেখায়’ রাজি হয়েছে, এবং পুরো বিষয়টি হামাসকে জানানোও হয়েছে। “হামাস এতে রাজি হলেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে, জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী...