বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরি করা সফটওয়্যার নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। এ সমস্যা সমাধানে চলতি মাসের মধ্যেই নতুন সফটওয়্যার তৈরির চেষ্টা করা হচ্ছে। এজন্য এটুআই’র সঙ্গে নতুন করে চুক্তিও করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এ তথ্য জানান। মাউশির ডিজি বলেন, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির জন্য নতুন করে এটুআই’র সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে। শিক্ষকদের হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সফটওয়্যার তৈরি হয়ে গেলে অল্প সময়ের মধ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ করে বদলি চালু করা হবে। বেসরকারি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও সমন্বয় আনতে তথ্যপ্রযুক্তি-নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যারের...