শৈশবের স্কুল দিনের কথা মনে পড়ে। সকালে উঠেই স্কুলের জন্য দৌড়ঝাঁপ, হাতে বইয়ের ভার, ক্লাসরুমে গিয়ে শিক্ষকের কঠোর দৃষ্টিতে অভ্যস্ত হওয়া সবই যেন জীবনের এক অঙ্গ। সেই সময় শিক্ষক শুধু বই পড়াতেন না; তারা আমাদের চরিত্র গড়ে তুলতেন, ধৈর্য শেখাতেন এবং প্রয়োজনে কঠোর দৃষ্টিতেও শিক্ষাদান করতেন। শাস্তি বা প্রশংসা সবই ব্যক্তিগত এবং শিক্ষার্থীর মনে গভীর ছাপ ফেলত। ক্লাস শেষে শিক্ষকের দেওয়া উপদেশ, জীবনের ছোট শিক্ষা, অনুপ্রেরণা সবই মনে থেকে যেত। আজকের দিনে স্কুলের চেহারা অনেকটাই বদলেছে। প্রযুক্তির ব্যবহার, অনলাইন ক্লাস এবং সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষকের ভূমিকাকে নতুন আকার দিয়েছে। এখন ক্লাসরুমের দেয়াল আর ব্ল্যাকবোর্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষকের উপস্থিতি ভার্চুয়াল মাধ্যমেও আবির্ভাব হয়েছে। শিক্ষার্থীরা শহর কিংবা গ্রামের যে কোনো প্রান্ত থেকে একই সময়ে শিক্ষকের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। অনলাইন...