ফিলিস্তিনে ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তুরস্কে ফেরার পর আন্তর্জাতিক অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, থুনবার্গকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়। শনিবার ইস্তাম্বুলে পৌঁছানো ত্রাণবাহী জাহাজের ১৩৭ জন যাত্রীর মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক, বাকিরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া ও জর্ডানের নাগরিক। তাঁদের কয়েকজন জানান, ইসরায়েলি বাহিনী আটক অবস্থায় কোনো খাবার, পানি বা ওষুধ দেয়নি। তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক বলেন, “আমি নিজ চোখে দেখেছি, তারা গ্রেটাকে টেনে নিয়ে যাচ্ছে, মাটিতে ফেলে নির্যাতন করছে।” মালয়েশিয়ার অধিকারকর্মী হাজওয়ানি হেলমি জানান, “আমাদের পশুর মতো আচরণ করা হয়েছে, কেউ খাবার বা পানি দেয়নি।” ইতালির সাংবাদিক...