ভারতে কাশির সিরাপ পানে শিশুদের মৃত্যুর ঘটনায় এক চিকিৎসক গ্রেফতার করেছে পুলিশ। মধ্য প্রদেশের পারাসিয়া এলাকার শিশুরোগ বিশেষজ্ঞ প্রভীন সোনি শিশুদের ‘কোলড্রিফ সিরাপ’ প্রেসক্রাইব করেছিলেন। এই সিরাপ খাওয়ার পর অন্তত ১১ শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রভীন সোনি একজন সরকারি চিকিৎসক হলেও ব্যক্তিগত ক্লিনিকে রোগীদের এই কাশির ওষুধ দিয়েছিলেন। আরও পড়ুন>>ভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যু, সতর্কতা জারিভারতে রেল দুর্ঘটনায় এক বছরে ২১ হাজারের বেশি মৃত্যুপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি এ ঘটনায় তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার শ্রীসান ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে মধ্য প্রদেশ সরকার। এরই মধ্যে রাজ্যে কোলড্রিফ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘নেক্সট্রো-ডিএস’ নামে আরেকটি কাশির সিরাপ বিক্রিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ল্যাবের পরীক্ষায় দেখা গেছে,...