০৫ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় শিশুদের মৃত্যু এক দারুণ মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে। এখানে ‘কোলড্রিফ’ নামের কাশির সিরাপ সেবনের কারণে অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় শিশু বিশেষজ্ঞ ডা. প্রবীন সোনিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশ সরকার ইতোমধ্যেই রাজ্যজুড়ে ওই সিরাপের বিক্রি নিষিদ্ধ করেছে এবং সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই ঘটনা ঘটে সেপ্টেম্বরে, যখন শিশুরা সাধারণ সর্দি-জ্বরের কারণে কাশির সিরাপ ব্যবহার করছিল। প্রথমে সুস্থতার লক্ষণ দেখা গেলেও কয়েকদিন পর প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং কিডনি সংক্রমণ ও ব্যর্থতার ফলে শিশুরা মারা যায়। তদন্তে দেখা গেছে, সিরাপে ছিল ৪৮.৬ শতাংশ ডাইইথিলিন গ্লাইকল, যা অত্যন্ত বিষাক্ত এবং কিডনি বিকল ও মৃত্যুর কারণ হতে পারে। মধ্যপ্রদেশ পুলিশ জানায়, ডা. প্রবীন...